নিউইয়র্কের রাস্তায় আরব্য উপন্যাসের আলাদিন! (ভিডিও)

প্রদীপে ঘষা দিতেই বেরিয়ে এলো বিশালাকৃতির দৈত্য! জিনের ভারী কণ্ঠে ভেসে এলো- ‘হুকুম করুন মালিক’। আরব্য উপন্যাসের আলাদিনের এ গল্পটা মনে আছে? জিন আর আলাদিনের গল্প। আশ্চর্য প্রদীপের গল্প। কেউ পড়েছেন, কেউ বা দেখেছেন টিভি পর্দায়। একটা লাল রঙের গালিচার ওপর আলাদিন নামের এক বিস্ময় বালক ঘুরে বেড়াচ্ছেন গোটা আরব। কখনও প্রেমিকের ঘরের জানলা দিয়ে ঢুকে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আবার কখনও এক পলকেই আকাশে সফর করছেন। আরব্য উপন্যাসের সেই আলাদিনকে এবার দেখা গেল নিইয়র্কের রাস্তায়। সেই লাল গালিচায় তিনি ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। মানুষ বিষ্ময় নিয়ে তা দেখছেন, কেই সঙ্গে সঙ্গে মুঠোফোন বের করে ধারণ করছেন ভিডিও।

অবাক লাগলেও এটাই সত্য। তবে এখানে পার্থক্য একটাই- এই আলাদিনকে আকাশে উড়তে দেখা যায়নি। তবে লাল গালিচায় সওয়ার হয়ে পথ চলতি মানুষের মাঝখান দিয়ে হুশ হুশ করে ছুটে চলতে দেখা গেছে। কখনও গালিচার ওপর দাঁড়িয়ে, কখনও আবার সেটার ওপর বসেই পার করছেন জেব্রা ক্রসিং, মাইলের পর মাইল। কোথায় আছে গল্পের গরু গাছে ওঠে, তবে এখানে বাস্তবের গরুও বোধহয় গাছে উঠতে শিখে গেছে।

নিজের ভ্রম সংশোধন করে দেখে নিন ‘আশ্চর্য’ গালিচা ভিডিও:

৫ thoughts on “নিউইয়র্কের রাস্তায় আরব্য উপন্যাসের আলাদিন! (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *