অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সোমবার বেলা দেড়টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। বিকেলে ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

চুয়েটের সহকারি পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার বেলা দেড়টা থেকে চুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকার বিষয় বিবেচনা করে দেড়টার থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হল। তৎপ্রেক্ষিতে আজ বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। তবে, ¯œাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে বলে উল্লেখ করেন ফজলুর রহমান।

৬ thoughts on “অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *