সাজাপ্রাপ্ত, পলাতক ও কারাবন্দিরা বিএনপির কমিটিতে

ঢাকা : মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। যেখানে দেখা গেছে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, কারাবন্দি এমনকি বিদেশে অবস্থারত বিএনপির নেতাও স্থান পেয়েছেন।

রোববার রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো কমিটির তালিকা বিশ্লেষণ করেই এমনটা দেখা যায়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দেখা গেছে সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও বর্তমান লন্ডনে অবস্থারত দলটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, একাধিক মামলায় কারাবন্দি বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভী, আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশন মেয়র আব্দুল মান্নানসহ আরো বেশ কয়েকজন কারাবন্দি নেতার নাম রয়েছে। এমনকি ৮ মামলায় আসামি হয়ে কারাবন্দি সাংবাদিক নেতা শওকত মাহমুদও রয়েছেন কমিটিতে।

১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে বিদেশি হত্যায় অভিযুক্ত ও বর্তমানে বিদেশে পলাতক ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুমসহ একাধিক প্রবাসী নেতার নামও রয়েছে। এছাড়া কমিটিতে থাকা সদস্যদের অনেকেই অসুস্থ, বয়সের কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় ও পুলিশের চোখে পলাতকরাও রয়েছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে। যিনি বর্তমানে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রন্ত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যিনি দীর্ঘ দিন থেকে পুলিশের চোখে পলাতক। এমনকি প্রায় এক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। এমতবস্থায় মওলানা ভাসানীর স্মরণে ঘোষিত ব্যাপক কর্মসূচি আদৌ আলোর মুখ দেখবে কি না তা নিয়ে সন্দেহ ও সংশয় দেখা দিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু বলেন, ‘কমিটিতে থাকা কেউ সাজাপ্রাপ্ত নয়। এমনকি পলাতকও না।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘কারাবন্দি নেতারা যেকোনো সময় জামিনে মুক্তি পাবেন।’

সাদেক হোসেন খোকা ও বিদেশে থাকা নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছরেই এই কমিটিতে তারা থাকেন। তাই ঐতিহ্যগতভাবে এবারও তাদের নাম তালিকায় রয়েছে।’

৮ thoughts on “সাজাপ্রাপ্ত, পলাতক ও কারাবন্দিরা বিএনপির কমিটিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *