পশ্চিম আফ্রিকাতে শিশু শ্রমিকদাসেরা কফিবিন কেটে আনছে, বস্তায় ভরে বহন করে জমা করছে, ন্যূনতম মূল্যের কমে বা বিনা মূল্যে শ্রম বিক্রি করছে যা থেকে মুখোরচক চকোলেট তৈরি হচ্ছে আমেরিকাতে বা ইউরোপে এসে হাজার কোটি আমেরিকান ও ইউরোপীয়ানরা চকোলেট উপভোগ করছে সাথে উপভোগ করছে শুধুমাত্র নিজেদের জন্য মানবাধিকার ও স্বাধীনতা। আমেরিকাতে শিশু শ্রম নিষিদ্ধ। আমেরিকার চকোলেট কোম্পানির মালিকেরা আমেরিকাতে এই নিষেধ মেনে চললেও যখন তারা চকোলেটের কাঁচামাল কিনে আনে তখন এই বিধিনিষেধের তোয়াক্কা রাখেনা। আমেরিকার ১০টি বিখ্যাত চকোলেট কোম্পানী শিশু শ্রমিক ব্যবহার করে। আমেরিকানরা হ্যালোইনের সময়ে চকোলেটের উপরে ব্যয় করে আনুমানিক ১ বিলিয়ন ডলারের উপরে যা নাকি চকোলেট কোম্পানির বাৎসরিক রাজস্বের মাত্র ১০% ।
আমেরিকানরা বছরে গড়ে ১১ পাউন্ড চকোলেট খায়। চকোলেট তৈরি হয় কোকো বিন থেকে। বিশ্বের ২/৩ কোকো বিন পশ্চিম আফ্রিকা থেকে আসে। পশ্চিম আফ্রিকাতে শিশু শ্রমিক নিয়োগ করা হয় সস্তায় এই কোকোবিন সংগ্রহ করার জন্য। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার হারসি, মারস, নেসলেসহ আটটি চকোলেট কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়।
১১ থেকে ১৬ বা তার চাইতে কম বয়সের শ্রমিকদের নির্জন খামারে আটকে রাখা হয় । সপ্তাহে এখানে তারা ৮০ থেকে ১০০ ঘন্টা কাজ করে। স্লেভারিঃ গ্লোবেল ইনফেস্টিগেশন – একটি প্রামান্য চিত্রে এই শিশুদের স্বাক্ষাৎকার নেওয়া হয়। এইসব শিশুদের উপরে শারীরিক নিপীড়ন চালানো হয় বেল্ট, ঘুষি ও বেত্রাঘাত করে।
“শারীরিক নির্যাতন আমাদের জীবনের একটি অংশ” – সাংবাদিকদের সাথে স্বাক্ষাৎকারে জানায় আলী ডিইয়াবেট নামের একটি শিশুদাস। “কোকো বিন ভর্তি বস্তা বহন করার জন্য ওরা যখন তখন হুকুম করে আর এই বস্তা বহন করতে যেয়ে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে যায়। কেউ সাহায্য করেনা শুধু মারে। মারতেই থাকে যতক্ষণ না এই বস্তা আবার ঘাড়ে উঠিয়ে বহন করে না নেওয়া হয়।“
দশটি চকোলেট কোম্পানী এইসব শিশুদাস শ্রমিকদের পরিশ্রম ন্যুনতম মূল্যের অনেক কম বলা চলে সম্পুর্ন বিনা মূল্যে কিনে প্রচুর মুনাফা লাভ করে। দশটি চকোলেট কোম্পানির নামঃ
Kraft, Fowler’s Chocolate, Chocolate by Bernard Callebaut, Godiva, Guittard Chocolate Company, ADM Cocoa, Nestle, Mars, Hershey
MD Uzzol Baruniya liked this on Facebook.
Sohel R Hossain liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.