ঢাকা: চার ইরাকি কুর্দি যোদ্ধার শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে কুর্দি যোদ্ধাদের যৌথ অভিযানের পরপরই এ হত্যাকাণ্ড চালালো সংগঠনটি। অনলাইনে শিরোশ্ছেদের একটি ভিডিও পোস্ট করেছে আইএস।
গত সপ্তাহে মার্কিন-কুর্দি যৌথ অভিযানে আইএসের কারাগার থেকে সত্তর জন বন্দিকে মুক্ত করা হয়।
অনলাইনে পোস্ট করা ভিডিওটিতে এই অভিযানকে ব্যর্থ আখ্যা দিয়ে দাবি করা হয়, অভিযান পরিচালনা করা সেনারা জিহাদিদের সঙ্গে পেরে ওঠেনি। বরং তারা হতাহত হয়েছে। সেনাদের ব্যবহার করা প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও দেখানো হয় ভিডিওটিতে।
এতে জানানো হয়, শিরশ্ছেদ করা চার যোদ্ধা কুর্দিশ পেশমার্গা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।
কালো মুখশধারী চার আইএস জঙ্গি শিরশ্ছেদে অংশ নেয়। এ সময় নিহতদের পরনে ছিল কমলা রঙের জাম্পস্যুট। আর তাদের হাত ছিল পেছন দিকে বাঁধা। তবে কখন এ শিরোশ্ছেদের ঘটনাটি ঘটে, তা জানানো হয়নি।
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Abdul Mannan Mannan liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.