মিশরে ২২৪ আরোহী নিয়ে রুশ প্লেন বিধ্বস্ত

ঢাকা: মিশরের সিনাই উপদ্বীপের মধ্যাঞ্চলে ২২৪ আরোহী নিয়ে রাশিয়ার কোলাভিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ১৭ শিশুসহ ২১৭ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রাশিয়ান পর্যটক। বাকি সাত জন ছিলেন ক্রু।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার আগে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ৩২০ এয়ারবাসের ৭কে৯২৬৮ নং ফ্লাইটটি মিশরের লোহিত সাগর উপকূলের পর্যটন শহর শার্ম আল শেইখ থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে উড়াল দেয়। উড্ডয়নের ২৩ মিনিট পর সিনাই উপদ্বীপে পৌঁছালে এটি স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে সিনাইয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজটি সেখানে বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির।

এ বিষয়ে মিশরীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার একটি বেসামরিক উড়োজাহাজ সিনাই উপদ্বীপের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল একটি জরুরি সংকট মোকাবেলা কমিটিগঠন করেছেন।

মিশরের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও বলা হয়, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটলো, তা জানা যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রাশিয়ান একটি সংবাদ সংস্থা জানায়, উড্ডয়নের পরই যান্ত্রিক জটিলতায় পড়েছিল উড়োজাহাজটি। এজন্য এটি কায়রো বিমানবন্দরে অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগও করে। তবে এরপরই উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যাওয়া প্রশাসনিক কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, উড়োজাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

কায়রোয় নিযুক্ত রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

উড়োজাহাজটি যোগাযোগ হারিয়ে ফেললে সংবাদমাধ্যমে এর ‘নিখোঁজ’ হওয়ার খবর ছড়ালেও কিছুক্ষণ পরই মিশরের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা দাবি করেন, ‘উড়োজাহাজটি নিরাপদ রয়েছে। এটি অল্প সময়ের জন্য যোগাযোগ হারালেও পরে আবার পুনর্স্থাপন করতে সমর্থ হয় এবং তুরস্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে।’ কিন্তু এরপরই মিশরীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর দেওয়া হয়। এ নিয়ে বিশ্বসংবাদমাধ্যমে কিছু সময়ের জন্য ধোঁয়াশারও সৃষ্টি হয়।

১৫ thoughts on “মিশরে ২২৪ আরোহী নিয়ে রুশ প্লেন বিধ্বস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *