শমসের মবিনের পদত্যাগে দলে প্রভাব পড়বে না

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বিএনপি একটি বড় দল। একজনের পদত্যাগে দলের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

বিদেশি হত্যার ব্যাপারে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র। এ কারণে তদন্তের আগেই সরকারদলীয় মন্ত্রীরা বক্তব্যের মাধ্যমে তদন্তকে প্রভাবিত করে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা এম এ হক, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপি’র সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপি’র সদস্য ফরহাদ চৌধুরী শামীম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।

এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটে মির্জা ফখরুল বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। মাজার জিয়ারতের উদ্দেশ্যে সস্ত্রীক সিলেট সফরে আসেন তিনি।




৬ thoughts on “শমসের মবিনের পদত্যাগে দলে প্রভাব পড়বে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *