প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আমরণ অনশন

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে, নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে অনশন চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষক নেতারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ বছর ধরে ১৫ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছে, যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক। জাতির জন্য এটি দুর্ভাগ্যের।

তারা বলেন, এ সকল নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ ক’জন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছেন। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন-এমপিও শিক্ষক পরিবার এখনো সরকারের দিকে তাকিয়ে আছে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি জানিয়ে বলা হয়, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে; যোগদানের তারিখ হতে বয়স গণনা করতে হবে এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বা পাঠদান বন্ধ রাখতে হবে।

আমরণ অনশন কর্মসূচিতে সংগঠনের সভাপতি এশরাত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডুসহ নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নিয়েছেন।




২ thoughts on “প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আমরণ অনশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *