‘মানি না, মানব না, সাতটি সৃজনশীল লিখব না’। এই স্লোগানে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ ও মানববন্ধন করেছে।
শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানবন্ধনে নেতৃত্ব দেন জেলা শিক্ষার্থীদের আহ্বায়ক মো. ফরহাদ রেজা।
অবাক হই আমরা, খুঁজে পাই না কূল কিনারা, লিখবো দুই ঘণ্টায় সাতটি সৃজনশীল উত্তর! এমন স্লোগান দিয়ে সমাবেশে বক্তারা বলেন, এতো অল্প সময়ে আমরা সাটি সৃজনশীল লিখবো কি করে। সর্বোচ্চ ২-৩টি প্রশ্নে সৃজনশীলতার সাক্ষরতা রাখি। পরে চলে পৃষ্ঠা পূরণ করা অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই সাটি সৃজনশীল লেখা আমাদের পক্ষে সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, আমাদের ওপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থার বার বার পরিবর্তন বন্ধ না করলে আমরা বৃহৎ আন্দোলন যেতে বাধ্য হবো।
মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষার্থীদের যুগ্ম-আহ্বায়ক আবু কায়ছার, মো. রফিক, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ।
MG Azam liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shafiq Abdullah liked this on Facebook.