গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন: ব্যারিস্টার খোকন

দেশ বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। নিউইয়র্কে শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামী লীগ অর্ধশিক্ষিত, মাস্তান আর ভবঘুরেদের দল। আওয়ামী লীগ এখন আদর্শচ্যুতদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আওয়ামী লীগকে বিএনপি চেয়েও দুর্বল দল হিসেবে উল্লেখ করেন খোকন।

সংবাদ সম্মেলনে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেন, “বাংলাদেশে এখন আইনের সকল দরজা বন্ধ। মিডিয়ার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় গ্রেপ্তার অথবা গুম করা হচ্ছে।” দেশের এই অবস্থায় প্রবাসীদের সোচ্চার হওয়ার বিকল্প নেই, বলেন এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে জাসাস নেত্রী ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন বললেন, “বাংলাদেশের মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে, আমি কেন মানুষের জন্যে গান করি না। গান কি ছেড়ে দিয়েছি? কী জবাব দেব? দেশে তো গাইতে পারি না। এজন্য প্রবাসে গাইছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান জিল্লু, আলহাজ্ব সোলায়মান ভুইয়া, গিয়াস আহমেদ, জসীম উদ্দিন ভুইয়া, গোলাম ফারুক শাহীন, আখতার হোসেন বাদল, মাওলানা ওয়ালিউল্লাহ আতিক, সাইদুর রহমান সাইদ, এম এ খালেক আখন্দ, হাবিবুর রহমান সেলিম রেজা, আশরাফ হোসেন, রুহুল আমিন নাসির, নাসিম আহমেদ, গোলাম হোসেন, মোস্তাক আহমেদ, রীনা রাব্বানী, রইস উদ্দিন, জীবন শফিক, ওয়াহেদ আলী মন্ডল, খন্দকার রেজওয়ান, শাহাদাৎ হোসেন রাজু, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আহাদ, নুরুল আমিন পলাশ, জাকির এইচ চৌধুরী, মোহাম্মদ হারুন, এবাদ চৌধুরী প্রমুখ।

৮ thoughts on “গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন: ব্যারিস্টার খোকন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *