সিরিয়া আলোচনা ইরান-রাশিয়ার জন্য পরীক্ষা : সৌদি

সিরিয়া যুদ্ধের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ভিয়েনায় শুরু হতে যাওয়া আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ইরান ও রাশিয়ার জন্য পরীক্ষাস্বরূপ বলে মনে করছে সৌদি আরব। দেশটি বলেছে, এবার বোঝা যাবে বিষয়টিতে তারা কতটা গুরুত্ব দিচ্ছে। খবর আলজাজিরার।

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দিতে ইরানের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণের ঘোষণার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এ মন্তব্য করেন। এর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনায় ইরানকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়।

রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে গত বুধবার জুবায়ের বলেন, ‘তারা যদি সিরিয়াস হয় তাহলে আমরা তা জানতে পারব। যদি তারা সিরিয়াস না হয় তাহলেও আমরা তা জানতে পারব এবং তাদের সঙ্গে সময় নষ্ট করব না।’

এ আলোচনা সিরিয়ান ও রাশিয়ানদের নিজ নিজ উদ্দেশ্য ব্যক্ত করার পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়া ইস্যুতে বৃহস্পতিবার থেকে ভিয়েনায় দুই দিনব্যাপী আলোচনা শুরু হচ্ছে।

জুবায়েরের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে বাশার আল-আসাদপন্থী রাশিয়া ও ইরান এবং আসাদ বিরোধী জোটের মধ্যকার দূরত্ব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র চায়, সিরিয়ার মসনদ থেকে আসাদকে সরে যেতে হবে। অপরদিকে আসাদকে রেখেই সিরিয়া সঙ্কটের সামাধান চায় রাশিয়া ও ইরান।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলনের জের ধরে গৃহযুদ্ধ চলছে।

৭ thoughts on “সিরিয়া আলোচনা ইরান-রাশিয়ার জন্য পরীক্ষা : সৌদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *