সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শিপন বাহিনী প্রধান শিপন (৩২) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের মংলা উপজেলা সংলগ্ন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় বুধবার ভোরে র্যাব নিয়মিত টহলে বের হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু শিপন বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। ভোর সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। পরে র্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিপন বাহিনীর প্রধান শিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে শনাক্ত করেছেন বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ওয়ান শুটারগান, একনলা বন্দুকসহ মোট ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, ৩০০ রাউন্ড গুলি ও এবং বিপুল পরিমাণ রসদ সামগ্রী, চাঁদা আদায়ের কার্ড ও তৈজসপত্র উদ্ধার করা হয়।
Mehedi Hasan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
গাজী মোতালেব liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Khalifa Sohel liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
MG Azam liked this on Facebook.