ডেমরায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কোনাপাড়ায় পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াত-শিবির নেতাকর্মী একটি মিছিল বের করলে পুলিশ তাদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেছে এক জামায়াত নেতা।

ওই জামায়াত নেতা জানান, পুলিশের হামলায় আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ৩জনকে আটক করেছে।

যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, ‘জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

পুলিশ এ সময় ব্যানারসহ তিনজনকে আটক করে বলে জানান তিনি।

৫ thoughts on “ডেমরায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *