রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কোনাপাড়ায় পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াত-শিবির নেতাকর্মী একটি মিছিল বের করলে পুলিশ তাদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেছে এক জামায়াত নেতা।
ওই জামায়াত নেতা জানান, পুলিশের হামলায় আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ৩জনকে আটক করেছে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, ‘জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
পুলিশ এ সময় ব্যানারসহ তিনজনকে আটক করে বলে জানান তিনি।
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mohammed Didar Ul Haq liked this on Facebook.
মামা মামা liked this on Facebook.
Gum Babu liked this on Facebook.