সৌদি আরবের প্রিন্স আব্দেল মোহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজকে ২ টন মাদকসহ গ্রেফতার করেছে লেবাননের পুলিশ। এ সময় তার চার সফরসঙ্গীকেও গ্রেফতার করা হয়।
সোমবার দেশটির রফিক হারিনি বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর ডেইলি মেইল অনলাইনের।
প্রিন্স আব্দেল বিন ওয়ালিদ একটি ব্যক্তিগত বিমানে লেবাননে অবতরণের পরই তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তারা ৪০টি মাদকদ্রব্যের প্যাকেট পান। অ্যামফেটামিন নামের একটি মাদক ছিল এসব প্যাকেটে। যুবরাজকে জিজ্ঞাসাবাদ করছেন কাস্টমস কর্মকর্তারা।
লেবাননের পুলিশ জানিয়েছে, দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে মাদক পাচারের বড় চালান উদ্ধারের ঘটনা। এই মাদক সাধারণত মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হয়, বিশেষ করে সিরিয়ায় যুদ্ধে নিয়োজিত ব্যক্তিরা এই মাদক বেশি পরিমাণে ব্যবহার করে।
লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগত একটি বিমান রিয়াদে যাচ্ছিলেন এবং এতে বড়ির ৪০টি স্যুটকেস ছিল।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন অন্য এক সৌদি যুবরাজ।
Md Azizul liked this on Facebook.
MG Azam liked this on Facebook.
Mamun Shraban liked this on Facebook.
Abdul Momin liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.