নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি ভারতে আটক নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে হামলা করেছে স্থানীয় যুবলীগের তোফায়েল গ্রুপ। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি, ভাঙচুর ও তিনজনকে পিটিয়ে আহত করেছে।
৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান জানান, সোমবার রাত ৯টায় স্থানীয় যুবলীগের তোফায়েল নেতৃত্বে ১০-১৫ জন একটি দল কাউন্সিলর বাদলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কাউন্সিলর বাদলের অফিস ও বাড়ির জানালার গ্লাসসহ আশপাশে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তিনিসহ ৩ জন আহত হন। ভাঙচুরের সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। পরে তারা এনাম জেনারেল স্টোরে লুটপাট করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে, এ ঘটনায় তোফায়েল আহত হয়েছে বলে তার সহযোগী ছাত্রলীগের নেতা হাবিব জানায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এদিকে, রাত ১০টার সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সরাফত উল্লাহ কাউন্সিলর বাদলের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।
গাজী মোতালেব liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.