ঢাকা: চীনের ইয়াংঝু শহরের লোকেরা এক বিশাল প্লেটে ৪ হাজার ১৯২ কেজি ফ্রাইড রাইস পরিবেশন করে বিশ্বে বিশালতম পাত্রে ফ্রাইড রাইস পরিবেশনের রেকর্ড গড়ে। এর আগে ওই রেকর্ড ছিল তুরস্কের। তবে বিশ্বকের্ডের মালিক হয়ে তাদের সেই উল্লাস বেশীদিন স্থায়ী হয়নি।
স্থানীয় সংবাদ মাধ্যমেই সচিত্র প্রতিবেদন আসে। যাতে দেখা যায় যে ওই ফ্রাইড রাইস আবর্জনার ট্রাকে তোলা হচ্ছে। আরো বলা হয় ওই খাবার মানুষকে না খাইয়ে শূকরকে খাওয়ানো হয়েছে। আর এ অভিযোগে শেষ পর্যন্ত তাদের বিশ্বরেকর্ড বাতিলই ঘোষণা করা হয়েছে।
ইভেন্ট ম্যানেজাররা দাবি করেছিলেন যে ওই ফ্রাইড রাইস স্থানীয় ক্যান্টিনগুলোকে দেয়া হবে। কিন্তু ইয়াংঝুর পর্যটন ব্যুরোর কর্মকর্তারা জানান ১৫০ কেজি খাবার অযোগ্য চাল শূকরের খামারে দিয়ে দেয়া হয়েছে।
এ খবর বেরুনোর পর ওই ফ্রাইড রাইস ‘মানুষকে খাওয়ানো হয়নি’ এ কারণ দেখিয়ে রেকর্ডটি বাতিল করে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
গিনেসের কর্মকর্তা শ্যারন ইয়ং বলেন, ‘এটা স্পষ্ট যে ওই ফ্রাইড রাইসের অন্তত ১৫০ কেজি চাল মানুষের খাবার যোগ্য ছিল না।’
Yousuf Hasan liked this on Facebook.