জাসাস মহানগর ঢাকা দক্ষিণের কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববারও সংগঠনের সবুজবাগ থানার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সবুজবাগ থানা জাসাস সভাপতি সৈয়দ আবদুস সোবহানের সভাপতিত্বে নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ জাহাঙ্গীর সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সিকদার বলেন, ৫ জানুয়ারির বিনাভোটের এই অবৈধ সরকার শুধু বিরোধী দলের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা করেই ক্ষান্ত নেই। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তাও বিঘ্নিত করছে। তারা জীবনমানের স্বাভাবিক ব্যবস্থাও করতে পারেনি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে আজ জনগণের নাভিশ্বাস উঠেছে।
তিনি বলেন, এসব ব্যর্থতাকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের সকল অপকর্মের দায়ভার বিরোধী দলের ওপর চাপিয়ে দিতে ষড়যন্ত্র করছে। কিন্তু সরকার যতই টালবাহানা করুক এবার পার পাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আমাদেরকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও আমাদের ভবিষ্যৎ অভিভাবক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আরো অবিচল থাকতে হবে। আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

২ thoughts on “জাসাস মহানগর ঢাকা দক্ষিণের কর্মীসভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.