ঢাকা: স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার জন্য হোসেনী দালানের পাশে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, যারা স্বাধীনতা চায়না, উন্নয়ন চায়না, তারাই এ হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, হামলায় ব্যবহৃত বোমা গুলো দেশে তৈরি (local made)। এর আগে, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম হত্যার ঘটনায় আটক মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী কামরাঙ্গিরচর থেকে যে বোমা উদ্ধার করা হয়েছে, হোসেনী দালানে হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে।
আইজিপি আরো জানান, এএসআই ইব্রাহিম হত্যার ঘটনায় আটক মাসুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা বগুড়াতে একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়।
আটক মাসুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বিষয়টি উল্লেখ করে আইজিপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এক প্রশ্নের জাবাবে আইজিপি বলেন, ঘটনাস্থলে মিছিল নিয়ে আসায় কাউকে তল্লাশি করা সম্ভব হয়নি।
হোসেনী দালানে হামলা জঙ্গি হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই এটা নিশ্চিত করা যাচ্ছেনা। তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।
হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান আইজিপি। এছাড়া, হামলার ঘটনায় আরো একজন আশঙ্কাজনক রয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় সানজু নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আশঙ্কাজনক রয়েছেন অনেকে।
MD Uzzol Baruniya liked this on Facebook.
Khandakar Mamun liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Rashed Khann liked this on Facebook.