ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলে শক্তিশালী বোমা বিস্ফোরণের পর সেখানকার সব গেট বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে তাজিয়া মিছিলের জন্য গেট উন্মুক্ত করে ফের প্রস্তুতি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাজিয়া মিছিল। এর আগে মিছিলের সময় ছিল সকাল ৯টায়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সেখানে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহত হন সানজু নামে একজন।
এদিকে, ঘটনার পরপর স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাজি সেলিম ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি হামলার নিন্দা জানান। দাবি করেন, দেশ অস্থিতিশীল করতেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।
Moin Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.