আইকনরা কে কোথায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। গতকাল রাজধানীর হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠিত লটারির মাধ্যমে ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় ‘আইকন’ ক্রিকেটার জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে নিয়েছে সিলেট সুপার স্টারস। ফ্র্যাঞ্চাইজি দল চিটাগাং ভাইকিংস পেয়েছে তাদের প্রত্যাশিত আইকন ক্রিকেটার তামিম ইকবালকেই। এ ছাড়া অন্য দুই আইকন ক্রিকেটার নাসির হোসেন খেলবেন ঢাকা ডায়নামাইটসে এবং মাহমুদুল্লাহ রিয়াদ বরিশাল বুলসে। গতকাল ‘আইকন’ ক্রিকেটারসহ তালিকায় ১৩০ জন দেশি ক্রিকেটারের নাম ছিল। তার মধ্যে দল পেয়েছেন ৫৭ জন। তালিকায় থাকা ১৪৭ বিদেশি ক্রিকেটারের মধ্যে দল পেয়েছে মাত্র ১৯ ক্রিকেটার। অবশ্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো আগেই ২৪ বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। টি-২০-এর সবচেয়ে বড় তারকা ক্যারিবীয় ঝড় ক্রিস গেইলকে দলে নিয়েছে বরিশাল বুলস। উইন্ডিজ তারকা কেভন কুপার, জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের সঙ্গেও আগেই চুক্তি করেছে বুলস। গতকাল তারা টি-২০ স্পেশালিস্ট সাব্বির রহমান, আল আমীন, সোহাগ গাজী, তাইজুল, রনি তালুকদার, শাহরিয়ার নাফিসকে দলে নিয়েছে বরিশাল। পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি খেলবেন সিলেট সুপার স্টারসে। ইংলিশ ক্রিকেটার রবি বোপারা, অসি তারকা অলরাউন্ডার ব্রাড হগের সঙ্গেও আগেই চুক্তি করেছে তারা। এ ছাড়া সিলেটের হয়ে খেলবেন পেসার রুবেল হোসেন, মুমিনুল হক সৌরভ ও আবদুর রাজ্জাকের মতো তারকা ক্রিকেটার। গতকালকের লটারিতে ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় মাত করে দিয়েছে রংপুর রাইডার্স। ‘দেশীয় খেলোয়াড় বাছাই’ এবং ‘আইকন ক্রিকেটার বাছাই’ দুই পর্বের লটারিতেই প্রথম নাম উঠেছিল রাইডার্সের। তাই পছন্দ অনুযায়ী সাকিব আল হাসানকে পেয়ে যায় রংপুর। আর দেশীয় ক্রিকেটারদের মধ্যে তারকা ব্যাটসম্যান সৌম্য সরকারকে বেছে নিয়েছে তারা। দলটি ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি ও লেন্ডল সিমন্স এবং লঙ্কান তারকা থিসেরা পেরার সঙ্গে চুক্তি করেছিল আগেই। লটারিতে তারা পেয়ে যায় আফগান সুপার স্টার মোহাম্মদ নবী ও পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে। এ ছাড়া দেশীয় তারকা আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, জহুরুল ইসলাম অমি, সাকলাইন সজীবকে তারা লটারিতে পেয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। মায়াবী স্পিনারখ্যাত ক্যারিবীয় তারকা সুনীল নারিনও খেলবেন। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস এবং পাকিস্তান তারকা শোয়েব মালিক ও আহমেদ শেহজাদকেও চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা। গতকাল লটারিতে তারা ক্যারিবীয় আরেক তারকা আন্দ্রে রাসেল, ইংল্যান্ডের ড্যারেন স্টিভেনস, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা ও লাহিরু থিরিমান্নেকে পেয়েছে। কুমিল্লার ভরসা তো আইকন ক্রিকেটার নড়াইল এক্সপ্রেস মাশরাফি। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, উমর আকমল, জিম্বাবুয়ের চিগুম্বুরার সঙ্গে চিটাগাং ভাইকিংসের চুক্তি হয়েছে আগেই। আইকন ক্রিকেটার ‘লোকাল হিরো’ তামিম ইকবাল ছাড়াও তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, জিয়াউর রহমানের মতো তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। আইকন ক্রিকেটার হিসেবে ঢাকা ডায়নামাইটসের প্রথম পছন্দ ছিল সাকিব আল হাসানকে। তবে বিশ্বসেরা অলাউন্ডারকে না পেলেও দ্বিতীয় সেরা পছন্দ নাসির হোসেনকে পেয়েছে দলটি। চার বিদেশি তারকা কুমার সাঙ্গাকারা, রায়ান টেন ডেসকাট, মোহাম্মদ ইরফান ও নাসির জামশেদের সঙ্গে আগেই চুক্তি করেছিল। তবে ঢাকা দলে পেয়েছেন দেশীয় বড় তারকা কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এ ছাড়া মোশাররফ রুবেল, শামসুর রহমান শুভ, আবুল হাসান রাজু ও ফরহাদ রেজা তো রয়েছেনই। বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি দল পছন্দের ক্রিকেটারদের দলে নিয়ে ঘর গোছানোর কাজটা সেরে ফেলেছে। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। বিপিএলের তৃতীয় আসরের পর্দা উঠবে ২০ নভেম্বর, খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.