রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম বিজয় ওরফে কুত্তা জহির (৩২) নামে এক ‘সন্ত্রাসী’ নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি আকরামুল হাসান জানান, জহিরুলকে আটক করতে গেলে র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে ‍গুলি করে পালানোর চেষ্টা করেন। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হলে জহিরুলকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দুই র‌্যাব সদস্যও আহত হন। জহিরুলের বাবার নাম মালেক আলী। জহিরুলের বিরুদ্ধে বাড্ডা এলাকায় সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম জানান, জহিরুলকে কুত্তা জহির নামে সবাই চিনত। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

৩ thoughts on “রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *