আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ মহসীনের তৃতীয় একক ” ময়না “

“পাহাড় সমান দুঃখ আমার’ এবং একলা ভালোবাসি’র পর এবার তৃতীয় একক নিয়ে শ্রোতাদের সামনে আসছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘শেখ মহসীন’। ‘ময়না’ শিরোনামের এই এলব্যামের কাজ সম্প্রতি শেষ করেছেন। এলব্যামের সঙ্গীত পরিচালনা করেছেন সচী সামস। আর গান গুলো লিখেছেন বাউল মোখলেস সরকার, অভিজিত দাস, জিয়া উদ্দিন জিয়া এবং শেখ মহসীন। সুর করেছেন বাউল মোখলেস সরকার, পৃর্থিরাজ, এবং শেখ মহসীন।

এই প্রসঙ্গে কণ্ঠশিল্পী শেখ মহসীন বলেন ‘ ফোক ফিউশন এবং মেলোডি ধর্মী কিছু গান দিয়ে এলব্যামটা সাজিয়েছি। শ্রোতারা গান গুলোতে নতুনত্ব পাবে । আশা করি শ্রোতারা গান গুলো উপভোগ করবেন।’ ইতিমধ্যে এলব্যামের টাইটেল সং এর মিউজিক ভিডিও নির্মানের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ মহসীন। বিখ্যাত মিউজিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান সিনে আর্টের ব্যানারে মিউজিক ভিডিওটা নির্মাণ করবেন শুভব্রত সরকার।

কণ্ঠশিল্পী শেখ মহসীন বলেন “ময়না” অ্যালবাম আমার অনেক কষ্টের একটি কাজ। অনেক সময় নিয়ে কাজটি করছি। এর প্রত্যেকটি গান সবার মন ছুঁয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি, অ্যালবামটি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো ইনশাহ্‌আল্লাহ। সবার দোয়া কামনা করছি..

11260479_10207722525680872_775442714008427888_n

জিখান/প্রবাসনিউজ২৪.কম

২ thoughts on “আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ মহসীনের তৃতীয় একক ” ময়না “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *