সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলা চালিয়েছে অজ্ঞাতরা।
বুধবার পূর্ব লন্ডনের ইয়র্ক হলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন শেষে বাসায় ফেরার পথে তার ওপর এ হামলা চালানো হয়। এসময় বিচারপতি মানিকের সঙ্গে তার মেয়েও ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, পূজা পরিদর্শন শেষে ইয়র্ক হল থেকে বেরিয়ে মেয়ে নাদিয়াকে নিয়ে রাস্তা ধরে হাঁটছিলেন বিচারপতি মানিক। এসময় হঠাৎ অজ্ঞাতপরিচয় ২-৩ জন যুবক কাছে গিয়ে তিনি বিচারপতি মানিক কিনা জানতে চান। ওই যুবকদের হঠাৎ এমন প্রশ্নে উদ্বিগ্ন হয়ে বিচারপতি মানিক দ্রুত রাস্তার অপর পাশে চলে গিয়ে পুলিশে মোবাইল করেন। তবে, রাস্তা পার হওয়ার সময় ওই যুবকরা তাকে কয়েক দফায় কিল-ঘুষি মারে।
এর আগে, ২০১২ সালের ২৭ জুন বুধবার গ্রেটার লন্ডনের ডেগেনহাম এলাকার গেইল স্ট্রিটে বাড়ির সামনে একইভাবে হামলার শিকার হয়েছিলেন বিচারপতি মানিক। অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ওই সময় তার মাথায় কাগজের ফাইল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
Rezina Akhter liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shah Ahmed Rumon liked this on Facebook.
Reaz Khan liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Mahfujur Rahaman liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.