ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।’
বুধবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
আইনকে তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে দেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপির নেতাদের জড়ানোর জন্য ক্ষমতাসীনরা প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
বিএনপির এ নেতা বলেন, ‘দুই বিদেশি হত্যাকারীদের চিহ্নিত করা হোক এটা আমরা চাই। আর এ জন্য আমরা সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি।’
তিনি বলেন, ‘বিএনপি চায়, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে ও সুন্দরভাবে বসবাস করবে। তাই বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।’
অপর দিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির বহিষ্কৃত নেতা আক্তার জামান।
Rezina Akhter liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.