মধ্যরাতে দেশে ফিরেছেন ফখরুল

ঢাকা : জামিনে মুক্তি নিয়ে দ্বিতীয় দফায় চিকিৎসা নেয়ার পর মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিমান বন্দরে নেমে সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো অনুভব করছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা অমূলক মন্তব্য করে তিনি বলেন, ‘চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।’

বিদেশি দুই নাগরিক হত্যায় বিএনপিকে জড়িয়ে সরকারি মহলের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সব জায়গাতেই বিএনপির দোষ খোঁজে।’

দ্বিতীয় দফায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় ফেরার কথা থাকলেও বাংলাদেশ বিমানের কারিগরি কারণে নির্ধারিত সময় আসতে পারেননি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।

বাংলামেইলকে তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিমানে ঢাকায় এসেছেন তা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করেছে।

এর আগে গত শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান ফখরুল। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল।

৬ thoughts on “মধ্যরাতে দেশে ফিরেছেন ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *