বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের অন্যতম খলনায়ক বিতর্কিত পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান সিরিজের পরবর্তী দুটি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে আইসিসি। এ সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি বৈঠকের আগে সেখানে হামলা চালায় কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। তারা তখন পরবর্তী ম্যাচগুলোতে থেকে আলিম দারকে না রাখার হুমকি দেয়। এরপরই আলিম দারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
চলতি বছরের ডিসেম্বর ও পরবর্তী জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তানের মধ্যে একটি সিরিজ আয়োজনের জন্য আলোচনা করতে বিসিসিআইর আমন্ত্রণে ওই বৈঠকে যান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানসহ অন্য কর্মকর্তারা।
এ বিষয়ে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আলিম দারের কাছ থেকে তার পূর্ণ সক্ষমতায় দায়িত্ব পালনের আশা করাটা অযৌক্তিক হবে।’
আইসিসিরি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আলিম দার ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান সিরিজের প্রথম তিন ম্যাচের অফিসিয়াল দায়িত্বে ছিলেন। আগামী ২২ অক্টোবর চেন্নাই ও ২৫ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য বাকি দুটো ম্যাচেও তার দায়িত্ব পালনের কথা ছিল।
Iqbal Hossain Iron liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
Imrul Kayes Emrul liked this on Facebook.
Shagor Khan liked this on Facebook.