সেনবাগে একই দিনে দুই পরিবারে শালিকাকে নিয়ে ভেগেছে দুলাভাই

ঘরে স্ত্রী রেখে শালিকাকে নিয়ে পালিয়েছে দুলাভাই। নোয়াখালীর সেনবাগে রোববার এক দিনে এ রকম দু’টি ঘটনা ঘটে। পৃথক এ দু’টি ঘটনা লোকমুখে জানাজানি হলে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

প্রথম ঘটনাটি ঘরে রোববার সকালে সেনবাগ পৌর এলাকার বাবুপুর গ্রামে। সেখানে হাবীব উল্যা চৌধুরী বাড়ির ওবায়দুল হক ওহিদের ছেলে ওসমান গনি ২ সন্তান ও স্ত্রী পারুল আক্তার কে রেখে তার শালিকা শিরিন আক্তারকে নিয়ে পালিয়ে যায়। পারুল ও শিরিন কাদরা ইউপির উত্তর জয়নগর গ্রামের মমিনুল হকের মেয়ে। শিরিন মগুয়া এম,এ আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

অপরদিকে রোববার বিকালে কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বেলাল হোসেন এক সন্তান ও স্ত্রী সিমা আক্তারকে রেখে শালিকা রিমা আক্তারকে নিয়ে পালিয়ে যায়। রিমা দাগনভূঞা উপজেলার বাতশিরি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও দাগনভূঞা উপজেলার চুন্দারপুর গ্রামের আবদুল কুদ্দসের মেয়ে।
এদিকে এক দিনের ব্যবধানে দুই শালিকে নিয়ে দুই দুলা ভাই উদাও হয়ে যাওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ দেয়নি।




১৪ thoughts on “সেনবাগে একই দিনে দুই পরিবারে শালিকাকে নিয়ে ভেগেছে দুলাভাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *