ভবিষ্যতের ফেসবুক-গুগল আমরাই বানাব: সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তি উপদেষ্টা ও তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভবিষ্যতের ফেসবুক-গুগল বাংলাদেশ থেকেই তৈরি হবে।

তিনি রবিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে সফটওয়্যার পার্ক উদ্বোধন করে একথা বলেন। রাজধানীর কারওয়ানবাজারের জনতা টাওয়ারে দেশের প্রথম এই ধরনের সফটওয়্যার পার্ক হলো।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ আইসিটিতে আউট সোর্সিংয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমার স্বপ্ন ছিলো বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করার। সেটারই আজ যাত্রা শুরু হলো।

সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি ক্ষামতায় থাকা কালে আইটেক পাওয়ার নির্মাণ তো দূরের কথা এ সম্পর্কে তাদের ধারণাই ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ স্বপ্ন বাস্তবায়নের পথে।

সজীব ওয়াজেদ বলেন, ‘তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ আশাব্যাঞ্জকভাবে এগিয়ে যাচ্ছে। কারো দিকে চেয়ে না থেকে ভবিষ্যতে গুগল, ফেসবুক আমরাই তৈরি করতে পারব।’

তিনি বলেন, ‘একবারের চেষ্টায় কোনো কিছুই হয় না। নিজেকে উঠে দাঁড়িয়ে আবারো চেষ্টা করতে হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা। এই জগতে নিজের মেধা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই।’

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর এই দোহিত্র বলেন, ‘আজ আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন। এ দিনকে আমি দুঃখের দিন মনে করি না।’

মামার স্মৃতিচারণ করে জয় বলেন, ‘তখন আমি খুব ছোট। খুব বেশি কিছু মনে নেই। তবে রাসেল মামা খুব সৌখিন ছিলেন। আমি তার খেলনা নিয়ে খেলতাম।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৭৫’র খুনিদের বিচার করেছে। অপরাধীদের কয়েকজন বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অপরাধীদের সবাইকে আমরা আইনগত বিচার করব।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হলো- মানুষের সেবা করা। ডিজিটাল প্রযুক্তি দিয়ে কীভাবে আমরা দেশের মানুষেদের আরো বেশি সেবা দিতে পারি, তা নিয়ে কাজ চলছে। শিক্ষা-স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমরা আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছি।’

প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শরিফ আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।




১৪ thoughts on “ভবিষ্যতের ফেসবুক-গুগল আমরাই বানাব: সজীব ওয়াজেদ জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *