ঢাকা: ফিটনেসবিহীন গাড়ি ও নকল লাইসেন্সের বিরুদ্ধে অভিযানে ভ্রাম্যমাণ আদালত ঢাকায় এক বাসচালককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার সকাল ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে এই অভিযান শুরু করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
এ অভিযানেই মিরপুরের তালতলা এলাকায় হিমাচল পরিবহনের এক বাসচালককে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনার পরপরই পরিবহন সংশ্লিষ্ট লোকজন ওই এলাকায় জড়ো হতে থাকে এবং পরে সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ওই সড়ক দিয়ে যাতায়াত করা লোকজনকে চরম ভোগন্তিতে পড়তে হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেসব গাড়ি ডিপোতে যাচ্ছে সেখান থেকে সেগুলো আর ফিরছে না। তারা বন্ধ করে রাখছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিপোতে যাওয়া বাসগুলো না ফেরায় সড়কে বাসের সংখা কমে গেছে। এছাড়াও অনেক যায়গায় গাড়িতে যাত্রী না ওঠানোর অভিযোগও পাওয়া গেছে। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মিরপুর তালতলা ছাড়াও গুলিস্তানসহ কয়েকটি এলাতেও কিছু বাস বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
Moin Khan liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Imrul Kayes Emrul liked this on Facebook.