সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক

ঢাকা: বিভিন্ন দেশে থাকা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করাটা যুক্তরাষ্ট্র সরকরের একটা রুটিন ওয়ার্ক। তারা পাকিস্তানসহ বিভিন্ন দেশে এ ধরণের নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

এর আগে শনিবার বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন ডিএমপি কমিশনার। এ নিয়ে ৩য় বারের মত যুক্তরাষ্ট্র সরকার এ সতর্কতা জারি করেছে।

তবে তিনি বলেন, ‘যারাই সতর্কতা জারি করুক না কেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি। বিদেশি নাগরিকদের নিরাপত্তায় আমরা সতর্ক রয়েছি। গুলশান, বাড়িধারা, বনানী ও উত্তরাতে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ড বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে আছাদুজ্জামান বলেন, ‘সময়সীমা দিয়ে কোনো মামলার তদন্ত কাজ হয় না। তবে তাভেল্লা হত্যার মাস্টার মাইন্ড কারা ছিল তা আমরা বের করবো আমাদের ওপর আস্থা রাখুন। ইতোমধ্যে আসামি সনাক্ত করা গেছে এখন তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে।’

এ হত্যাকাণ্ডের সঙ্গে নূন্যতম কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ড নিয়ে কাউকে বা কোনো মহলকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান এ ডিএমপি কমিশনার।

১৩ thoughts on “সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *