লন্ডন হেনস্তার শিকার মুসলিম নারী (ভিডিও)

ঢাকা: পাশ্চাত্যের দেশগুলোতে এখন বর্ণবাদ বিশেষ করে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরও। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক বিদ্বেষমূলক ভিডিও ছড়িয়ে পড়ার সেখানকার অবস্থা যে কতটা অসহনীয় হয়ে ওঠেছে সহজেই তা অনুমান করা যায়।এটি ধারণ করা হয়েছে লন্ডনের এক যাত্রীবাহী বাস থেকে যেখানে এক মুসলিম নারীকে অকথ্য ভাষায় গালাগাল করছেন অন্য এক ব্রিটিশ নারী।

পাঁচ মিনিটের ওই ভিডিওতে এক ঝগড়াটে ব্রিটিশ নারী এক মুসলিম যাত্রীকে উদ্দেশ্য করে বলেন,‘মুখ সামলে কথা বল….। কাপড়ের নিচে বোমা লুকিয়ে রেখেছিস। আমি তোদের মত …পছন্দ করি না। কারণ তোরা … নিষ্ঠুর। তোরা ইংল্যান্ডে এসেছিস কিন্তু কোনো আচরণ জানিস না।’
ওই ব্রিটিশ বাসযাত্রী তার সহযাত্রীকে লক্ষ্য করে বলেন,‘যা, তোর … দেশে ফিরে যা, যেখানে সারাদিন বোমাবাজি করিস। আমাদের দেশে আমাদের শান্তিতে থাকতে দে।’

এসময় বাসের অপর এক যাত্রী তাকে থামতে গেলে তিনি ওই নারীকেও ‘আইসিসের(ইসলামিক স্টেট) কুত্তী’ বলে সম্বোধন করেন। এসময় বাসচালকের সবাইকে শান্ত থাকার নির্দেশ দিলে ওই যাত্রী ছাড়া বাকি সবাই চুপ হয়ে যান। ওই ব্রিটিশ নারীর গালিগালাজ চলতেই থাকে।
এসময় তার সঙ্গের শিশুটি কি হচ্ছে জানতে চাইলে ওই বর্ণবাদী নারী বলেন, ‘কি হয়েছে? আর কি হবে? আইসিস দেশে প্রবেশ করেছে। দেখো, এখন কি হয়!’

এসময় অন্য এক মুসলিম নারী কিছু বলার চেষ্টা করলে তিনি ‘মুখ খুলবি না, একদম চুপ’ বলে তাকেও থামিয়ে দেন।

ভিডিও দেখতে নিচে ক্লিক করুন

২ thoughts on “লন্ডন হেনস্তার শিকার মুসলিম নারী (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *