ছিটমহলে ‘মুজিব-মোদি’ ইউপির প্রস্তাব বিএনপির

ঢাকা: কুড়িগ্রামের দশিয়ার ছড়ায় মুজিব-ইন্দিরা নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের উদ্যোগের কথা জানিয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান বলেছেন, ‘ইন্দিরা হবে কেন? এ চুক্তি বাস্তবায়নে তার কোনো অবদান নেই। বরং এ চুক্তি বাস্তবায়নে নরেন্দ্র দামোদার দাস মোদির অবদান রয়েছে।’

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিলুপ্ত ছিটমহলে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, ‘ছিটমহল নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। বিএনপি ক্ষমতায় থাকার সময় মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। সে সময় ভারতের পার্লামেন্টে চুক্তি অনুমোদন না হওয়ায় তা বাস্তবায়ন করা যায়নি।’

‘লন্ডনে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, ‘এ নিয়ে প্রধানমন্ত্রী ও সরকারি দলের লোকজন অসত্য প্রচারণা চালাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

৩ thoughts on “ছিটমহলে ‘মুজিব-মোদি’ ইউপির প্রস্তাব বিএনপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *