আজ বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর কলাবাগান থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার ।
বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, জাসাস কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির বিল্লু, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।
সভায় সভাপতিত্ব করেন জাসাস কলাবাগান থানার সাবেক সভাপতি নুরুজ্জামান মিলন। আরো উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক তারেক কবির, এস এম সেলিম রেজা, জয়নুল আবেদীন, মোঃ ওমর, মোঃ রাসেল, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভার প্রধান অতিথি জাহাঙ্গীর শিকদার বলেন, আওয়ামী ক্যাডারদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ডে দেশে নির্যাতন, ধর্ষন, গুম ও অবিরত চলছেই আর এই অবৈধ সরকার তার দায়ভার মিথ্যা অজুহাতে দলের নেতাকর্মীর উপর চাপিয়ে জনগনকে ধোকা দিচ্ছে। দেশে তারা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করায় দলের নেতাকর্মিসহ সাধারন জনগন ও বিদেশীরা কেউ আজ ঘরে-বাহিরে নিরাপদে নেই। যেকারনে বিদেশীরাও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
তিনি নেতাকর্মিদের আরো বলেন যত দমন পীড়ন, অপহরন ও গুম করুক না কেন, সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। অবৈধ এই সরকারের পতন হবেই হবে।সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বলিয়ান হয়ে বিএনপি সফলকাম হবে ইনশাআল্লাহ ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম
Moin Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Iktear Ahmed Fahim liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Ahad Khan liked this on Facebook.
Johir Uddin liked this on Facebook.
Abul Hossain liked this on Facebook.