স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চিকিৎসাসেবা একটি মহৎ পেশা। এ পেশায় ভুল করলে রোগীর মৃত্যু হতে পারে। তাই চিকিৎসকদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
বুধবার দুপুরে সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ পরিদর্শন শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নাসিম আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসঙ্গে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। একই দিনে পাঁচটি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে।যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়লা আরজুমান্দ আরা বেগম, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, স্বাচিবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক আলম ও কলেজের ছাত্রী উলফাত আরা তামান্না প্রমুখ।
গাজী মোতালেব liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.