বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষক নিয়োগের জন্য গঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য ও নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতির আলোকেই এ কমিশন গঠিত হবে। এ কমিশন গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
কত সময়ের মধ্যে এ কমিশন গঠিন করা হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাসের মধ্যেই এ কমিশন গঠিত হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।
Moin Ahmed liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Iktear Ahmed Fahim liked this on Facebook.