ইতিহাস গড়লেন ইউনিস

ইতিহাস গড়তে ইউনিস খানের প্রয়োজন ছিল ১৯ রান। মঙ্গলবার ব্যাট করতে নেমে ২৯তম বলেই ছক্কা মেরে সেই রান তুলে নেন পাকিস্তানের বর্ষীয়ান এ ক্রিকেটার। সেই সুবাদে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের রেকর্ডটি নিজের করে নিলেন ইউনিস। গত ২২ বছর ধরে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদের।

জাভেদ মিঁয়াদাদ ১৯৭৬ থেকে ১৯৯৩ সাল অব্দি ১২৪ টেস্ট খেলে করেছিলেন ৮,৮৩২ রান। মঙ্গলবার আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটিতে মুখোমুখি হয়ে মিঁয়াদাদের ২২ বছরের রেকর্ডটি ভেঙে ফেললেন ইউনিস খান।

টস জিতে আগে ব্যাটিং করা পাকিস্তানের দলীয় ১৭৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ব্যাট করতে নামেন ইউনিস। তখন তার সংগ্রহ ছিল ১০১ টেস্টে ৮,৮১৪ রান। ফলে মিঁয়াদাদের রেকর্ডটি ভাঙতে তার প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। সেই রান করতে খুব বেশি সময় নেননি ইউনিস। ইংলিশ স্পিনার মঈন আলীর করা দিনের ৬২তম ওভারের চতুর্থ বলটিকে ছক্কা বানিয়ে রেকর্ডবুক থেকে মিঁয়াদাদের নাম মুছে ফেলেছেন তিনি।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক ইউনিস খান। টেস্ট তার সেঞ্চুরির সংখ্যা ৩০টি।

৩ thoughts on “ইতিহাস গড়লেন ইউনিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *