একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার জন্য আগামীকাল বুধবার রিভিউ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী মো. শিশির মনির।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
শিশির মনির বলেন, ‘সাক্ষাতে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে আমাদের আধা ঘণ্টা কথা হয়েছে। এ সময় তিনি দুটি কথা বলেছেন। একটা হলো, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপিলের চূড়ান্ত রায় নিয়ে তিনি আদালতের কাছে রিভিউ পিটিশন করবেন। আমরা আগামীকাল (বুধবার) এই রিভিউ পিটিশন করব। আশা করি, আদালত তাকে বেকসুর খালাস দেবেন।’
‘‘দ্বিতীয়টি হলো, মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, ‘মুজাহিদ একাত্তরে ২৩ বছর বয়সেই সামরিক কিংবা আধা সামরিক কমান্ডার হিসেব দায়িত্ব পালন করেছেন’। তার এমন বক্তব্য নিয়ে মুজাহিদ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘২৩ বছরের কোনো যুবক কীভাবে কমান্ডারের দায়িত্ব পালন করেন’।’’
এর আগে, আইনজীবী মো. শিশির মনিরের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার আইনজীবীরা। সেখানে তাদের আধা ঘণ্টা কথা হয়।
Raju Ahmed liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Nadim Hossain liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.