বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ।
সভায় বক্তব্য রাখেন -জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, দক্ষিনের সহ সভাপতি আকতার হোসেন, সহ সভাপতি শেখ মহসিন,সাইদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব,আফতাব উদ্দিন মোল্লা, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমন, মো: সাদেকুর রহমান টুটুল, শাহিনুর বেগম, রাজু আহমেদ বেলাল, নাসিমুল গনি খান, নাজমুল হোসেন রনি, আবুল কালাম আজাদ,দীন মো:দীনু, তারেক কবির, রুহুল আমিন,সুজন ঢালী, মজিবর রহমান দিপু, সাহিদা সোনিয়া আক্তার, নোয়াব মাঝি, আব্দুল মান্নান বাবুল, আতাউর রহমান আতা, সালউদ্দিন, নজরুল ইসলাম,মনিরুল ইসলাম মনির, রুপা বেগম, নীলুফা ইয়াসমিন রুনু , মোক্তার হোসেন বাবলুসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
সভা পরিচালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।
সভার সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার বলেন, সমস্ত ব্যার্থতা ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে নতুন করে শক্তিশালী করার কোন বিকল্প নাই ।
তিনি আরও বলেন কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার জন্য দালাল যেসব নেতাদের মাঝে দৌড়ঝাঁপ, লবিং-তদবিরের তীব্রতা থাকলেও কমিটিতে স্থান পাওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না । তখন তারা নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত হয়ে পড়েন….এইসকল নেতাদের চিহ্নত করতে হবে ।
সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন সব কথার এক কথা এইসব নেতারা পদ-পদবি আঁকড়ে থাকার কারণে এবং দলের জন্য তার নির্ধারিত কার্য সম্পাদন না করার কারণে পুরো দলকেই খেসারত দিতে হয়। বিশেষ করে দলের তৃণমূল নেতাকর্মীদেরই এর বেশিরভাগ মূল্য দিতে হয়.।
তিনি বলেন, বাংলাদেশ আজকে পথ হারিয়েছে। যখন ঘোর অন্ধকার থাকে, তখন কোনো কিছুই দেখা যায় না। কখন সূর্য উঠবে, তার ঠিক নাই। এ রকম পরিস্থিতিতে ধ্রুব তারাকে অনুসরণ করে পথ চলতে হয়। আজকে দেশের এই অন্ধকার সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পথ দেখাবে।
জাসাস এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানই সত্যিকারের নেতা। আধুনিক আদর্শ বাংলাদেশের নীতি কি হওয়া উচিত, তিনি তা ঠিক করেছিলেন।’
Raju Ahmed liked this on Facebook.
Ahad Khan liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
Helal Ahmed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Iktear Ahmed Fahim liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Sazzad Reza liked this on Facebook.
S.A. Jahangir Plus liked this on Facebook.
Md Fuad Khan liked this on Facebook.
Mohammed Anwar Biplob liked this on Facebook.
Wasim Khokan liked this on Facebook.