‘নিরপেক্ষতার নামে জঙ্গিবাদের পক্ষ নিবেন না’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষতার নামে জঙ্গিবাদের পক্ষ নিবেন না। কারণ বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কখনো এক হতে পারে না। ভালো এবং মন্দ এক পাল্লায় মাপা উচিত নয়। আপনাকে যেকোনো একটিকেই বেছে নিতে হবে।

তিনি আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘তথ্য কখনোই পণ্য নয়, তথ্যের সামাজিক মাত্রা আছে। তাই তথ্য তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের এক ধরনের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা নিয়ন্ত্রণ করতে হবে সংবাদকর্মীদের বিবেক দ্বারা।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীরের সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্বে করেছেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, পিআইবি’র সাবেক মহাপরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড.দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

৬ thoughts on “‘নিরপেক্ষতার নামে জঙ্গিবাদের পক্ষ নিবেন না’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *