স্মার্টফোনে লেসার অটোফোকাস ক্যামেরা

ঢাকা: লেসার অটোফোকাস ক্যামেরার একটি ফোন বাজারে আনলো তাইওয়ানের এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি ওয়ান এম৯ প্লাস। ফোনটির রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় লেসার অটোফোকাস রয়েছে।

ওয়ান এম৯ প্লাস ফোনটির ডিসপ্লে ৫.২ ইঞ্চির কোয়াড এইচডি।

ফোনটিতে আছে মিডিয়াটেকের হেলিও এক্স১০ অক্টোকোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

এইচটিসির এই ফোনটির রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং লেসার অ্যাসিসটেড অটোফোকাস রয়েছে। ফ্রন্টে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটির ব্যাটারি ২৮৪০ মিলিঅ্যাম্পায়ার। ৫ অক্টোবর থেকে ফোনটি তাইওয়ানের বাজারে পাওয়া যাচ্ছে।

অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মূল্য ৬৩০ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪৮ হাজার ৯৫৬ টাকা।




৪ thoughts on “স্মার্টফোনে লেসার অটোফোকাস ক্যামেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *