কুনিও হত্যায় রাজশাহীতে ২ ব্যাংক কর্মকর্তা আটক

রংপুরে জাপানী নগারিক হোশি কুনিও হত্যার ঘটনায় রাজশাহী ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ব্যাংকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যাংকের সামনে থেকে দুইজনকে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আটক করে রংপুর গোয়েন্দা পুলিশের একটি দল।

আটকেরা হলেন- ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ এবং ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ার।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আজাহার আলী জানান, জাপানী নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার চারজন কর্মকর্তাকে আটক করা হয়। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে ছেড়ে দেয়া হয়। আর নাহিদ ও শাহরিয়ার নামের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে তারা এ খুনের সঙ্গে সঙ্গে জড়িত সে বিষয়ে মুখ খোলেননি গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সকালে রংপুরের কাউনিয়ার আলুটারি গ্রামে নিজ কৃষি ফার্মের কাছে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক হোশি কুনিওকে। হোশি এক বছরের ভিসা নিয়া চার মাস আগে রংপুরে আসেন। এখানে তার পূর্ব পরিচিত জাকারিয়া বালার মুন্সিপাড়াস্থ বাসায় ভাড়া থাকতেন তিনি। জাকারিয়ার শ্যালক হীরাকে সঙ্গে নিয়ে রংপুর নগরী থেকে আট কিলোমিটার দূরে কাউনিয়ার আলুটারিতে এক একর জমিতে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ঘাসের চাষ শুরু করেন।

তিনি গত ১৫ জুলাই (২৭ রমজান) নিজ ধর্ম ত্যাগ করে স্থানীয় কাদেরিয়া জামে মসজিদের ঈমামের কাছে কলেমা পড়ে মুসলমান হন এবং নিয়মিত নামাজও পড়তেন।




৩ thoughts on “কুনিও হত্যায় রাজশাহীতে ২ ব্যাংক কর্মকর্তা আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *