পুলিশ মাদকে জড়ালে চাকরি হারাবে, জেলেও যাবে: আইজিপি

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তাহলে তাকে শুধুমাত্র ডিপার্টমেন্ট থেকে বেরই করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করে জেলহাজতে পাঠিয়ে দেয়া হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

আইজিপি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আইজিপি  আরো বলেন, শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। শুধু আইন দিয়ে মাদক সমস্যা সমাধান হবে না। এর বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধমে মাদক রোধ করা সম্ভব। পুলিশের হাজারো কাজের মাধমে মাদককে অগ্রাধিকার ভিত্তিতে রোধ করার জন কাজ করে যাচ্ছে।

আইজিপি জানান, প্রতিমাসে বাংলাদেশ পুলিশ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মাদক সংক্রান্ত মামলা নেয় এবং আটক হয় কয়েক হাজার।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের ডিআইজি সফিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি শহিদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




১১ thoughts on “পুলিশ মাদকে জড়ালে চাকরি হারাবে, জেলেও যাবে: আইজিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *