চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক চৌমুহনী এলাকায় অটোরিকশা-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারে ৩ জনসহ ৪ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাকন সেন (৩), রুপ্না সেন ২৫, অনীক সেন ৬ ও অটোরিকশা চালক মো. সাইফুল (২৫)। আহতরা হলেন, অনামিকা সেন (২৫), কাঞ্চন সেন (৩৫), অঞ্জন সেন (৩৬), অর্পন সেন (৭)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল আজম বলেন, চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার সময় মনসার টেক এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল আলম বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসা ৩ জন মারা গেছে। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন।
এম.জি আজম liked this on Facebook.
Md Najam liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.