নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থি দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ বারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ভেঙে দেওয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পুনর্গঠন এবং নতুন সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা চলছিল। হাতাহাতিতে লিপ্ত উভয় পক্ষই জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের অনুসারী। তবে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভরাডুবির পর তৈমূর আলম শিবিরে ভাঙন দেখা দেয়। নির্বাচনে পরাজয়ের জন্য তৈমূর আলমের অনুসারী এক পক্ষ অপর পক্ষের ওপর দোষ দিয়ে চড়াও হয়। শুধু তা-ই নয়, একটি পক্ষ নির্বাচনে পরাজয়ের জন্য তৈমুর আলমের অদূরদর্শিতাকে দায়ী করেন। এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানীকে ফোরাম থেকে বহিষ্কার করা হয়। এখানেই শেষ নয়, তাকে বহিষ্কার করা হয় ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকেও। এ নিয়ে নির্বাচনের পর থেকে তৈমূর আলমের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। জেলা বারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং বিএনপি সমর্থিতরা মাত্র চারটি পদে জয় পান।
এদিকে বার ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। তিনি বলেন, ‘বার ভবনে এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
সাইবার ইউজার দল পূর্বধুইর liked this on Facebook.
গাজী মোতালেব liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
Yousuf Hasan liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.