বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, ‘অনেকেই বলেন, বিএনপি ঘুমিয়ে আছে। কিন্তু বিএনপি ঘুমিয়ে নেই। দল পুনর্গঠনের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে বিএনপি সারা দেশে দলকে সুসংগঠিত করে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করবে।’
আজ বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মো. শাহজাহান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির পুনর্গঠন কাজে হাত দিয়েছেন, তারই নবযাত্রা শুরু হচ্ছে রাঙামাটি থেকে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘আজকের এই সম্মেলন শুধু রাঙামাটির জন্য নয়, সারা দেশের জন্য একটি প্রতীকী প্রতিবাদ।’
সকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক গোলাম আকবর খন্দকার, জাতীয় কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, বেলাল আহম্মেদ প্রমুখ।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুটি পক্ষ। এ সময় একটি পটকা ফাটানো হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হওয়ার কথা রয়েছে। জেলার ১৬৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
Moin Ahmed liked this on Facebook.
Tarek Rajen liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.