টঙ্গী থানার পূর্ব আরিচপুর এলাকায় স্বামী ও দেবরের হাতে স্বর্ণা আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমান ব্রাহ্মনবাড়িয়ার নূরজাহানপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি ওয়ার্ক সপে কাজ করেন।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, দুই বছর আগে বগুড়ার কাহালু থানার পানাই গ্রামের স্বর্ণা আক্তারের সঙ্গে হাবিবুরের বিয়ে হয়। পরে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় কামাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। স্বর্ণা আক্তারকে স্পেনে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেবর আব্দুল্লাহ তার কাছ থেকে ৮/৯লাখ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর ও দেবরের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে বুধবার রাতে আবারও স্বামী এবং দেবরের সাথে স্বর্ণার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী ও দেবর মিলে স্বর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Moin Khan liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
এম.এ জব্বার ম্যানাজার liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.