মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) নির্ধারিত সময়ের মধ্যে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।
মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে এসে তিনি এ কথা জানান।
আইনজীবী হুজ্জাতুল আলফেসানি বলেন, রায়ে তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) অসন্তুষ্ট। তিনি বিচারের অসঙ্গতিগুলো তুলে ধরে আমাদের রিভিউ করার জন্য কিছু পয়েন্ট তৈরি করে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে যেন রিভিউ পিটিশন প্রস্তুত করি। পিটিশনটি প্রস্তুত করে তার সঙ্গে দেখা করার কথা বলেছেন।
ওই আইনজীবী বলেন, আমরা রিভিউ করব। ১৫ দিনের আইনি বাধ্যবাধকতা আগামী ১৪ অক্টোবর শেষ হবে। আশা করি, এর আগেই আমরা রিভিউ পিটিশন করব। রিভিউ পিটিশন প্রস্তুত হলে আমরা আবার তার সঙ্গে দেখা করতে আসব।
এর আগে সাকা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দুুপুর সোয়া ২টার দিকে একটি প্রাইভেটকারে করে প্রধান ফটক দিয়ে কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে তিনি বিকেল পৌনে ৪টার দিকে কারগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান।
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ রয়েছেন। গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পরোয়ানা কপি কারাগারে পৌঁছে এবং তাকে তা পড়ে শোনানো হয়।
Alhajj Jahangir Alam Shikder liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Rasel Khan liked this on Facebook.