এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি তাজিতা ও কানাডার আরথার বি ম্যাকডোনাল্ড।
মঙ্গলবার সুইডেন নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে এই দু’জনের নাম ঘোষণা করেন।
নোবেল কমিটি এক বিবৃতিতে বলেন, ‘নিউট্রিনোস বা অতিপারমাণবিক কণা যে আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে’- এটি আবিষ্কারের কারণে কাজিতা ও ম্যাকডোনাল্ডকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনোসের কোনো ভর নেই।
কাজিতা জাপানের রাজধানী টোকিওর কাশিবা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টোকিওতে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ম্যাকডোনাল্ড কানাডার কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কর্মরত।
গত বছর এক জাপানি এবং এক মার্কিন বিজ্ঞানী পদার্থে নোবেল পান। বিবিসি বলেছে, ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এ পর্যন্ত পদার্থে ২০১ জন নোবেল পেয়েছেন। এর মধ্যে দুইজন নারী।
প্রসঙ্গত, আগামীকাল বুধবার রসায়নের নোবেলের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
Jahangir Alom liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shohag Hasan liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
MD Uzzol Baruniya liked this on Facebook.