অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ডিবি পুলিশের এডিসি সানোয়ার হোসেন। এক আত্মীয়ার মৃত্যুর সংবাদে তিনিসহ তার স্ত্রী গত রাতে উত্তরা যাচ্ছিলেন। রাত তখন প্রায় আড়াইটা বাজে। তার বহনকারী প্রাইভেটকারটি রেডিসন হোটেলের সামনের স্পীড ব্রেকারে স্লো করতেই পিছন থেকে অন্য একটি গাড়ি সজোরে তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়ির পিছনের দিকে বেশ ক্ষতি হয়। সামনে বসা তাঁর স্ত্রী তিনি বেশ আঘাত পান। ধাক্কা দিয়ে পিছনের গাড়িটি দ্রুত পালাবার চেষ্টা করে। পরে ধাওয়া করে পুলিশের সহযোগিতায় উত্তরা ১১ নম্বর চৌরাস্তায় আটক করা হয় ওই গাড়িটিকে। গাড়ির আরোহী ছিলেন দুজন। মদ্যপ অবস্থায় তারা গাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিক মিরাজ গাজি তার এফবিতে বলেন, নাইট ডিউটিতে উত্তরা পশ্চিম থানা থেকে আসছিলাম একই পথ দিয়ে। গাড়ি থেকে নামতেই ‘গাজি ভাই’ বলে ডাকলেন ছানোয়ার ভাই। তিনি ঘটনাটি বললেন। মূল বিষয় ভিন্ন। তিনি যখন বিদায় নিচ্ছিলেন তখন সেখানে থাকা পুলিশের কজন সদস্য ছিলেন তারা স্যালুট দিচ্ছিলেন। কিন্তু এডিসি ছানোয়ার হাত এগিয়ে দিচ্ছিলেন হ্যান্ডশেক করতে। কিন্তু পুলিশ সদস্যারা ইতস্তবোধ করছিলেন। তার পরেও তিনি আবারো হাত এগিয়ে দিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে বিদায় নেন। তখন সদস্যরা বলছিলেন, “স্যার বড় অফিসার হওয়ার পরেও কতো সাধারণ। শিক্ষার কোন শেষ নেই”। তাঁর আচরণে মুগ্ধ না হয়ে উপায় কি? প্রসঙ্গত, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছানোয়ার হোসেন। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক এবং উচ্চতর পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ২৫৯তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রতিবছর ১৫-২০ জন পুলিশ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত পুলিশ কর্মকর্তারা দুই শতাধিক উর্ধ্বতন এফবিআই কর্মকর্তার সঙ্গে ২ মাস ১০দিন ব্যাপী ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
Jahangir Kabir liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.