নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষ নিয়ে অসিদের সমালোচনা করেছেন। সপ্তাহ না পেরুতেই একই ঘটনায় অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
এই ড্যাশিং অলরাউন্ডার জানিয়েছেন, নিরাপত্তাই সর্বাধিক অগ্রাধিকার পাওয়া উচিত, কিন্তু এই ধরনের ছোট ইস্যুতে সফর স্থগিত বা বাতিল করা উচিত নয়। পাশাপাশি নারী দলকে পাকিস্তান সফরে পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান পাকিস্তানের এই অলরাউন্ডার।
বিদেশিদের ওপর জঙ্গী হামলা হতে পারে, গোয়েন্দাদের এমন রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ সফরে স্টিভেন স্মিথদের দুটি টেস্ট খেলার কথা ছিল।
সোমবার করাচিতে সফরকারী বাংলাদেশ নারী দল ও স্বাগতিক পাকিস্তান নারী দলের সঙ্গে দেখা করতে যান শহিদ আফ্রিদি। সে সময়ই তিনি অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার সমালোচনা করেন।
আফ্রিদি বলেন, ‘নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত। তবে এমন ছোট ইস্যুতে সফর বাতিল (স্থগিত) করা উচিত নয়। পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার মতো দেশগুলোর নিরাপত্তা বিষয়ক ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিশেষ করে আন্তর্জাতিক দলগুলো পাকিস্তানে না আসায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।
২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলংকার টিম বাসে বন্দুকধারীদের হামলার জের ধরে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। ছয় বছর পর গত মে মাসে প্রথম দল হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করে যায়। বর্তমানে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে রয়েছে। বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফর করাটাকে নিজেদের জন্য শুভ লক্ষণ হিসেবে দেখছেন আফ্রিদি।
পাকিস্তানের টি-২০ অধিনায়ক বলেন, ‘আমাদের দেশের ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় ঘরের মাঠে ক্রিকেট ফিরে আসবে বলে আমার বিশ্বাস। নারী দলকে পাকিস্তান সফরে পাঠানোয় বাংলাদেশ সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। আমি নিশ্চিত, বাংলাদেশ পুরুষ দলকে পাকিস্তানে পাঠানোর আগে এটি একটি ভালো উদ্যোগ।’
সোমবার নারী দলের সঙ্গে দেখা করার পর অনেকক্ষণ কথা বলে শহিদ আফ্রিদি। এসময় তিনি বাংলাদেশ ও পাকস্তান নারী দলের সঙ্গে সেলফিও তুলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলায় সালমা খাতুন ও সানা মীরের দলকে অভিনন্দন জানান ‘বুমবুম’ আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘নারীদের ভালো ক্রিকেট খেলতে দেখাটা দারুণ। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলায় আমি দুই দলকেই অভিনন্দন জানাচ্ছি।’
এ আর
Jahangir Kabir liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
এম.জি আজম liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.